জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপি সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকড়া মহল্লায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

received 1561727238011744
সংঘর্ষের চিত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপাশা গ্রামের হুকড়া মহল্লাবাসীরদাবিকৃত জায়গার উপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর পুত্র রুবেল মিয়া এক্সেভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন।

এসময় নোয়াহাটি গ্রামের মসদ আলীর পুত্র শরীফ উদ্দিন বাধা দেন। এরই জের ধরে শুক্রবার সকাল ১১ টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুর করিম সহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়৷

আজমিরীগঞ্জ থানার অফিচার ইনচার্জ (ওসি) মো.ডালিম আহমেদ জানান, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ রাউন্ড

টিয়ারসেল নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।