জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে সরকারী খাল দখল করায় ভ্রাম্যমাণ আদালতের জেল

আজমিরীগঞ্জে সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা  নির্মাণ ও খালের পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায় যে, বুধবার (১৯ মে) দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামে সরকারী আদেশ অমান্য করে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে নগর গ্রামের মোঃ বিলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে অবৈধ স্হাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। সার্বিকভাবে সহযোগিতা করেন এস আই জাহাঙ্গীর এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ।

সহকারী কমিশনার উত্তম কুমার দাশ বলেন, সরকারী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ও
আইন শৃঙখলা রক্ষায় প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।