আজমিরীগঞ্জে দীর্ঘ দেড় যুগ অর্থাৎ ১৮ বছর ধরে পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট বাসিন্দা আহমেদ আলী সুলতান মিয়ার পুত্র সিজিল মিয়া ওরফে মামুন (৪২)কে আজ বুধবার আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের দিক নির্দেশনায় ও এ এস আই মনির হোসাইন তালুকদারের নেতৃত্বে হাতে নাতে গ্রেফতার করা হয় ওই আসামিকে।
সূত্র জানায়, দীর্ঘ ১৮ বছর যাবৎ আত্মগোপনে থাকা আসামী সিজিল মিয়া ওরফে মামুন মিয়া, জি আর, ৫৬৭/০৩ বানিয়াচংয়ের একটি মামলায় বিজ্ঞ বিচারিক আদালত ১৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।
এ ছাড়া ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম দন্ডে দন্ডিত করা হয়। এরপর থেকে দেড় যুগ অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পর তার নিজ বাড়িতে আসে।
গোপনসূত্রে খবর পেয়ে, আজ বুধবার ওই আসামিকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।