সারা দেশে লকডাউন মন্ত্রী পরিষদের নির্দেশনায় ঈদুল আজহা উপলক্ষে শিথিল করা হলেও বর্তমান সময়ে করোনার তৃতীয় ঢেউ চলছে।
আজমিরীগঞ্জ টানবাজার ও লালমিয়া বাজারের মোড়ে পিকআপ ভ্যানসহ অটোরিকশা, টমটমের জ্যাম দেখা দেয়। এতে জনসাধারণের চলাফেরায় অসুবিধা দেখা যায়।
আজমিরীগঞ্জ টানবাজারের কাপড়ের দোকান, কনফেকশনারি ও মুদি মালের দোকানেও উপচে পড়া ভিড় দেখা যায়। স্বাস্থ্য বিধি না মেনেই চলছে জনসমাগম আর অবাধে চলাফেরা। এছাড়াও গরু হাটের পরিস্থিতি আরো ভয়াবহ।
আজমিরীগঞ্জ গরু হাট বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব। আর এই অবস্থা দেখে জনসচেতন নাগরিকবৃন্দ হতাশাগ্রস্ত।