আজ লাখাইর বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্টিত হতে যাচ্ছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০ টা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।
বুল্লা বাজার ব্যকস এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায় নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ বাদশা মিয়া (ছাতা) এবং আশিক আহমেদ রাজিব (চেয়ার)। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান চৌধুরী সোনাই (মোরগ), মোঃ ইকবাল হোসেন (মাছ), জুনাঈদ চৌধুরী (হরিণ)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তকদির হোসেন (ফুটবল), প্রান কৃষ্ণ কর্মকার (চাপকল), মোঃ সাজিদ মিয়া (ভ্যানগাড়ি)।
নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, গ্রাম পুুলিশ মোতায়েন থাকবে। ভোট কেন্দ্র হিসাবে বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুইটি বুথ স্থাপন করা হয়েছে। দুটি বুথে মোট ৬৫৫ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন।
এব্যপারে বুল্লা ব্যকস এর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর সাথে আলাপকালে জানান, অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্ততি সম্পন্ন। ভোটগ্রহন শুক্রবার পহেলা এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে।