জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজ রাতে যাদের কে আল্লাহ মাফ করবেন না

শবে বরাত’ ফারসি শব্দ। ‘শব’ অর্থ রাত, আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। সুতরাং এর অর্থ দাঁড়াল সৌভাগ্য রজনী। 

যেহেতু এই রাতে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের গুনাহ থেকে মুক্ত করে সৌভাগ্যের চাঁদরে আচ্ছাদিত করেন, তাই এ রাতকে শবে বরাত বলা হয়।

তবে এটি ইসলামি বা শরয়ি কোনো পরিভাষা নয়। এই রাতের ক্ষেত্রে হাদিসে ব্যবহৃত শব্দ হচ্ছে, ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ যার অর্থ হলো মধ্য শাবানের রজনী। এটির উচ্চারণ অধিকাংশ লোকের নিকট নতুন ও কঠিন হওয়ায় এ রাত কে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ এর পরিবর্তে ‘শবে বরাত’ ব্যবহার করা হয়।

এখন মূল আলোচনায় আসা যাক;-

আজকের এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যাদের কে মাফ করবেন না।

হাদিস খুঁজে পাওয়া যায় যে সাত শ্রেণির মানুষকে আল্লাহ পাক আজকের এই রাতে ক্ষমা করবেন না। তারা ছাড়া সবাইকে ক্ষমা করবেন।

এখন জেনে নেই কোন সাত শ্রেণির মানুষ ;

(১) মদ্যপায়ী বা নেশাগ্রস্ত। অর্থাৎ যারা নেশাগ্রস্ত থাকে। তাদের কে আল্লাহ মাফ করবেন না।

(২) মুশরিক বা শিরকে লিপ্ত। অর্থাৎ যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে।

(৩) কোনো মুমিন ভাইয়ের সাথে অন্যায়ভাবে বিদ্বেষ পোষণকারী। অর্থাৎ অন্যায়ভাবে এক মুসলমান আরেক মুসলমান এর সাথে বিদ্বেষ করে থাকে।

(৪) আত্মহত্যাকারী। অর্থাৎ  যারা আত্নহত্যা করে। আত্নহত্যা করা হারাম।

(৫) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। অর্থাৎ আত্নীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের কে বুঝানো হয়েছে।  সমাজে অনেক মুসলমান দেখা যায় ভাই, ভাই এর সাথে সম্পর্ক নাই ইত্যাদি।

(৬) টাখনুর নিচে কাপড় পরিধানকারী। অর্থাৎ  সমাজের মধ্যে দেখা যায় অনেক মুসলমান টাখনুর নিচে কাপড় পড়ে, নামাজের মধ্যে ও পড়ে তাদের কে আল্লাহ আজকের এই রাতে মাফ করবেন না।

(৭) পিতা-মাতার অবাধ্য সন্তান। অর্থাৎ এমন সন্তানসন্ততি যারা পিতা-মাতার  হক নষ্ট করে। তাদের কে ও আল্লাহ ক্ষমা করবেন না।

উক্ত ৭ শ্রেণির মুসলমান ছাড়া আল্লাহপাক সকল মুসলমানদের কে ক্ষমা করবেন এবং তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন।

তবে শর্ত হলো আজ রাতে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে।  তাওবাহ করতে হবে।

আজ রাতে একাকী ভাবে নফল নামাজ,  কোরআন তিলাওয়াত,   তাসবিহ, কবর জিয়ারত করতে পারবেন।  যা হাদিস দ্বারা সাব্যস্ত।

আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতে যাদের কে ক্ষমা করবেন তাঁদের সাঁড়িতে যেনো  আমার মতো গুনাহগার কে রাখেন।  আমিন।

 

লেখকঃ এম  সিজিল   

বার্তা সম্পাদক হবিগঞ্জ নিউজ

কামিল আল হাদিস আরবি বিশ্ববিদ্যালয়,

মাস্টার্স বাংলা জাতীয় বিশ্ববিদ্যালয়।