স্টাফ রিপোর্টারঃ
আবারও হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন একটি ফিজিওথেরাপি সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুর হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় দি নিউ লাইফ ডায়াগনষ্টিক সেন্টার নামক শহরের জেলা সদর হাসপাতাল সংলগ্ন এই ফিজিওথেরাপী সেন্টারে অভিযান চালায়।
উক্ত অভিযানের সময় ইসিজি ও এক্সরে মেশিনসহ বিভিন্ন মেশিন ছাড়াই ভূয়া ইজিসি রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এক্সরে রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট প্রদান করার দায়ে হাসপাতালের সাথে সংশ্লিষ্ট অনন্তপুর এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম সফিক ও হেলাল উদ্দিনকে ১ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
এছাড়াও লাইসেন্স না থাকায় নিউ লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।