নবীগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেমকে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরল ইসলাম রনি সাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম গত ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহের নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক এবং ২০২০ সনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হন।
তাকে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।