জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আব্দুল খালেক চৌধুরী সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরন

হোসাইন মির্জাঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সহ আশপাশের বিভিন্ন অঞ্চলে আজ ১৯ নভেম্বর (বৃহঃস্পতিবার) সকাল ১০টা থেকে বিনামূল্যে “মাআল মুস্তফা” বইটি বিতরনের কাজ শুরু হয়।

লেখক ড. সালমান আল আওদা’র “মাআল মুস্তফা” (সিরাতে রাসূলের সুরভিত পাঠ) বইটির অনুবাদ করেন ফারুক আযম।

আব্দুল খালেক চৌধুরী সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইতালি প্রবাসী মোঃ শোয়াইব চৌধুরী গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত “মাআল মুস্তফা” বইটি সংগ্রহ করেন।