রবীন্দ্রনাথের কবিতার মতোই এই ভাদ্র মাসে ২১ অক্টোবর থেকে মূলত আনুষ্ঠানিক ভাবে দেবীর আগমনী উৎসব শুরু হবে বাঙালী হিন্দু ধর্মবালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা । তাই আসছে আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২১টি পূজা মন্ডপে প্রতিমা ক্রয় করে আনার ব্যস্ততা রয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে জগন্নাথপুর এলাকার শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক জনি চৌধুরী জানান, এবার উপজেলার ২১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ২টি ব্যক্তিগত এবং বাকি গুলো সার্ব জনীন পূজা অনুষ্ঠিত হবে। মূর্তি তৈরি জন্য মৃৎশিল্পী কারিগর না থাকায় সকল পূজা মন্ডপ গুলোতে বেশির ভাগ মুর্তি আসে ব্রাহ্মণ বাড়িয়া ও নরসিংদী জেলা হতে ক্রয় করে আনা হয়। অনেক পূজা মন্ডপে মূর্তি ক্রয় করে রাখা হয়েছে সেখানে।
শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন , প্রতিটি পূজা মন্ডপে ক্যাম্প থাকবে এবং দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু ভাবে পালনের জন্য পুলিশ কঠোর ভূমিকা রাখবে।