জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেফতার

হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৪০) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ অবশেষে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত সোমবার রাত ১০ টার দিকে ডিবির এসআই মোজাম্মেল হক ও জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের শায়েস্তানগর কবরস্থান সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে শহরের ২নং পুল বহুলা গ্রামের মশ্বব আলীর পুত্র।

জানা যায়, সেলিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১৫নটিরও বেশি মাদক মামলা আছে। সে ৬ মাস জেলে ৬ মাস বাহিরে থাকে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।