নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর শহরের হরিপুর এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, উমেদনগর গ্রামের এনামুর রশদি এনাম (৩৬) ও তার স্ত্রী ফুল বানু (২৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, এনাম ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাজা, ইয়াবাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তারা বিভিন্ন স্থান থেকে মাদক এনে মাদকসেবীদের কাছে বিক্রি করত।
মিজানুর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।