ইয়াবাসহ হবিগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ২৮ পিস ইয়াবাসহ সেলিম মিয়া (৩৩) নামে ওই মাদক বিক্রেতা আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার বিকেলে সদর থানার এসআই খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল থেকে তাকে আটক করে। সে বড় বহুলা গ্রামের মশ্বব আলীর ছেলে।
পুলিশ জানায়- গোপন সূত্রে খবর পেয়ে ২য় নং পুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করে তল্লাশী করলে তার কাছে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
আজ শনিবার সরকারি বন্ধ থাকায় তাকে কোর্টে হাজির করা সম্ভব হয়নি। আপাতত তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ তার অন্যান্য সঙ্গী-সাথীদের ব্যাপারে জানার চেষ্টা করছে বলে জানা গেছে।