জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইয়াবা ও অস্র সহ আটক হওয়া ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন আদালতে

ইয়াবা ও অস্র সহ আটক হওয়া ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন আদালতে দাখিল করা করেছে পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে, গত ২৭শে আগস্ট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। ওসি মানিকুল ইসলাম বলেন, মামুনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করা হয়নি।

গত ২৪ আগস্ট রাতে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩০০ পিস ইয়াবা ও একটি ধারালো অস্ত্র। পরদিন ২৫ আগস্ট মামুনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার।

একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।