জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজলো যুবলীগের শ্রদ্ধা!

মোঃ হাউশ মিয়া: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পালন করা হয়েছে অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাধবপুর উপজেলা শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা শহীদ মিনার চত্বর।

নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলার সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান জনাব মোঃ ফারুক পাঠান ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম,স্বাস্থ্য ও কর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহে নেওয়াজ শানু ।সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান কুতুব,১নং ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সহ প্রমুখ ।