২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:৪৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এক নজরে বাংলাদেশের নতুন সরকার

বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিনদিন পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম প্রকাশ করা হয়েছে।

নতুন এই সরকারে ১৭ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের নামও দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এক নজরে বাংলাদেশে সরকারের নতুন উপদেষ্টারা।

১. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।

২. ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

৩. আদিলুর রহমান খান—মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সম্পাদক।

৪. এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল।

৫. তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব।

৬. সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী।

৭. শারমিন মুর্শিদ, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা।

৮. ফারুকী আজম।

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার।

১০. সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

১১. ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

১২. আ ফ ম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক নায়েবে আমীর।

১৩. ফরিদা আখতার, মানবাধিকার কর্মী এবং গবেষক ( উল্লেখ্য ফরিদা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনূসকে সরাসরি শিক্ষক হিসাবে পেয়েছিলেন)।

১৪. নূরজাহান বেগম।

১৫. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক।

১৬. আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক।