উন্মোচনের এক সপ্তাহ আগেই গ্যালাক্সি এস ১০ ডিভাইসের বুকিং শুরু করেছে স্যামসাং।
গ্রাহক এখন নিবন্ধন করার মাধ্যমে শুরুর দিকে গ্যালাক্সি এস ১০ প্রি-অর্ডার করার সুযোগ পাবেন। ফলে ৮ মার্চের আগেই গ্রাহক ডিভাইসটি হাতে পাবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, এই বাণিজ্যিক ব্যবস্থায় গ্রাহক ৫৫০ মার্কিন ডলার পর্যন্ত বাঁচাতে পারেন।
ডিভাইস এখন বুকিং করা হলে গ্রাহক অ্যাকসেসোরিজ কেনার জন্য ৫০ মার্কিন ডলার ‘ইনস্ট্যান্ট ক্রেডিট’ পাবেন বলেও জানানো হয়েছে।
ইতোমধ্যেই স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের বেশ কিছু ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে। বলা হচ্ছে গ্যালাক্সি এস ১০ এসেনশিয়াল, গ্যালাক্সি এস ১০ ও গ্যালাক্সি এস ১০ প্লাস এই তিন সংস্করণে আসবে নতুন ডিভাইসটি।
নতুন ডিভাইসটি প্রিজম হোয়াইট, প্রিজম গ্রিন, প্রিজম ব্ল্যাক, সিরামিক ব্ল্যাক, সিরামিক হোয়াইট এবং ক্যানারি ইয়োলো রঙে বাজারে আনা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।