হবিগঞ্জ সদর -লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) এর হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন৷ আজ শনিবার রাতে ক্যাব এর নেতৃবৃন্দরা এক সৌজন্যে সাক্ষাৎকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে মতবিনিময় করেন৷
এসময় এমপি আবু জাহির ভোক্তা অধিকার রক্ষায় হবিগঞ্জের বিভিন্ন সমস্যাগুলোর চিত্র তুলে ধরার জন্য ক্যাবের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান৷ ক্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সভাপতি মো: দেওয়ান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী,প্রেস সেক্রেটারী সিরাজুল ইসলাম জীবন, সদস্য মো: খসরু,শায়েল আহমেদ, আজিজুল ইসলাম, সামছুল ইসলাম,আব্দুল জব্বার সুমন,গাজী জাকির হোসেন প্রমূখ৷