জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

হোসাইন মির্জাঃ পুণ্যভূমি সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে।

আজ ২৮সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে শহরের প্রধান সড়কে মানব বন্ধন করে শায়েস্তাগঞ্জের বেশ কয়েকটি সামাজিক সংগঠন। এর মধ্যে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ নাগরিক সমাজ এবং আলোর কাফেলা যুব ও সামাজিক সংগঠন সহ আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন আলোর কাফেলা সংগঠনের মুখপাত্র মোঃ রফিকুল ইসলাম, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা, নাগরিক সমাজের পক্ষ থেকে সৈয়দ আব্দুস সামি জাকির সহ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মামুনুর রহমান সুহাগ প্রমুখ।

এতে ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।