জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

কাকাইলছেওয়ে সংঘর্ষের ঘটনায় ৬৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রামে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় বুধবার পর্যন্ত মোট ৩৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরমধ্যে আটককৃত ৩৫ জনের মধ্যে ৩৩ জনকে একই দিন হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এদিকে নিহত যুবক কামাল মিয়ার পিতা মোঃ ইয়াকূব আলী বাদি হয়ে একই গ্রামের বাসিন্দা মৃত- দেওয়ান আলীর পুত্র আনিসুল ইসলাম জুয়েলকে প্রধান আসামি করে মোট ৬৭ জনের নামে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে নিহত যুবক কামালের মরদেহের ময়নাতদন্ত শেষে বুধবার বিকাল অনুমানিক ৫ টায় গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রামের বাসিন্দা আনু মিয়া ও বর্তমান ইউ পি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার বিকালে কাকাইলছেও বাজারে ভুঁইয়া মার্কেট এলাকায় ইউপি সদস্য শের আলী এবং কামাল মিয়ার মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘঠনা ঘটে। নিহত কামাল মিয়ার পিতা ইয়াকূব আলী জানায়, এরই জের ধরে পরদিন অর্থাৎ গত মঙ্গলবার সকাল অনুমানিক ৯ টায় তার পুত্র মোঃ কামাল মিয়া (৩৫) পার্শ্ববর্তী হাওরের কৃষিজমি থেকে ধান কেটে মুরিগুলো একটি স্থানে স্তুপ করে রাখতে গেলে একই গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউ,পি সদস্য মোঃ শের আলী সহ তার
স্বজনরা বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন বাক-বিতন্ডায় অংশ নেয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের লোকজন রামদা, ফিকল, লাঠি সহ নানা ধরণের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোঃ কামাল মিয়া (৩৫) নামে এক যুবক ফিকলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। সে একই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকূব আলীর পুত্র। অনুমানিক প্রায় ১ ঘন্টব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে আরও প্রায় অর্ধ-শতাধিক লোক আহত হয়। সংঘর্ষে কমপক্ষে দেড় শতাধিক নারী পুরুষ অংশ নেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহত কামাল মিয়ার মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে। এদিকে, গুরুতর আহতদের আশংখাজনক অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে, সংঘর্ষে জড়িত মৃত- ইসমাঈল মিয়ার পুত্র বজলুর রহমান (৫৬) মৃত- হাসিন মিয়ার পুত্র আশন মিয়া (৪৫) মৃত- শামসুল হকের পুত্র মুসা মিয়া মৃত- আব্দুল বাতেনের পুত্র সাদ্দাম হোসেন (৩২) এলাছ মিয়া (২২) রজব আলীর পুত্র ডালিম (৩০) মৃত- নুর মিয়ার পুত্র দিলোয়ার হোসেন (৩৫) নবী হোসেনের পুত্র সালাউদ্দিন (২৫) সহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ।