আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী বাজার সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। শনিবার দুপুর অনুমানিক সাড়ে ১২ টায় দিকে প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন।
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী, মনিপুর, বদলপুর, কাদিরপুর, উমেদনগর, নজরাকান্দা, কণ্যাজুরি, রুদ্রনগর, সাহানগর সহ প্রায় ১০ গ্রামের বাড়িঘর, ফসলিজমি কুশিয়ারার কালনী নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর তীর ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙ্গন প্রতিরোধে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮৯ লক্ষ টাকা। মোট ৯’শ মিটার দীর্ঘ প্রতিরক্ষা কাজ করার কথা রয়েছে। তবে চলতি মৌসুমে ১৯৬ মিটার দীর্ঘ প্রতিরক্ষা কাজ করা হবে বলে জানা গেছে।
সে পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ শনিবার সকাল অনুমানিক সাড়ে ১১ টায় কাকাইলছেওয়ের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কুশিয়ারা নদীর বাম তীরে সৌলরী বাজার সংলগ্ন আপদকালীন জরুরি অস্হায়ী প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন অনুষ্টান অনুষ্টিত হয়।
কাকাইলছেও ইউ,পি সদস্য নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আ,লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সংশ্লিষ্ট ঠিকাদার ও জেলা আ,লীগ নেতা শরীফ উল্লাহ, আজমিরীগঞ্জ প্রসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় সূত্রধর প্রমূখ।