হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের চড়ুইভাতি উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত হয়েছে রোববার (১৩ মার্চ ২০২২) দুপুরে।
পুরস্কার বিতরণী উপলক্ষে সবাইকে সান্ত্বনা দিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির বলেন, যারা পুরস্কার পাচ্ছো না, তাদের মন খারাপের কিছু নেই। আগামী দিনগুলোতে আমরা সবাই ভালো করতে পারি। আবারও নানা বিষয়ে খেলাধুলা হবে। পুরস্কারও থাকবে।
স্কুলের চড়ুইভাতি আয়োজনে অংশ নেয়ায় অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে স্কুল প্রতিষ্ঠাতা মাসউদুল কাদির বলেন, স্কুলের প্রাণ প্রিয় অভিভাবকবৃন্দ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন। শিশুদের নিয়মিত স্কুলে পাঠাবেন দয়া করে। কোনো কারণেই বাচ্চারা যেনো স্কুলে আসা বাদ না দেয়। বিন্দু বিন্দু থেকেই শিশুদের মনে পাহাড়সম জ্ঞান জমা হয়। অভিভাবকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীরা নিজেদের সেরাটা কখনোই দিতে পারে না।
মাসউদুল কাদির আরো বলেন, নিয়ম মেনেই সবাইকে স্কুলে আসতে হবে। যারা ভদ্র, নম্র হয় তারা সবসময় স্কুলের নিয়ম মানে। মা-বাবার কথা শোনে। সুতরাং, আমাদের বড় মানুষ হওয়ার জন্য এখনই প্রাক্টিস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।
অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন, শান্তা চৌধুরী, হাফেজ শাহিন আলম, রিমা আক্তার, রোকশানা আক্তার হ্যাপী, আয়েশা আক্তার রুনা, সৈয়দা সফুরা আক্তার মুক্তা, কুলসুমা আক্তার প্রমুখ।