জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

কুলাউড়ায় দাফনের পর জানা গেল করোনায় আক্রান্ত, নতুন করে ৫ জন আক্রান্ত

হাবিবুর রহমান সাঈদ, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন করে ৫জন করোনা আক্রান্ত, তার মধ্যে একজন মারা গেছেন (১৬ আগস্ট) রবিবার রাতে নতুন আক্রান্তদের রিপোর্ট পাওয়া যায়।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, গতকাল ১৬ আগস্ট পাওয়া পজেটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এর ১ জন, দক্ষিণ মাগুরার ১ জন, দক্ষিণ বাজারের ১ জন, উত্তর বাজারের ১ জন ও কর্মধা ইউনিয়নের ১ জনসহ ৫ জন করোনা আক্রান্ত৷

কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা এনিয়ে মোট ১৯০ জনে। এর মধ্যে ১৪৪ জন করোনামুক্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

কোভিড-১৯ করোনা ভাইরাসে কুলাউড়ায় নতুন ৫ জনের মধ্যে চাতলগাঁও নিবাসী মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক রোববার ভোর ৪ ঘটিকায় মারা গেছেন। গত ১২ আগস্ট তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় এবং তিনি মারা যাওয়ার পরের রাত ১৬ আগস্ট ওনার করোনা পজেটিভ রিপোর্ট হাসপাতালে এসেছে বলে জানা গেছে।