সরকার পতনের একদফা এক দাবি আদায়ের লক্ষ্য ( বিএনপি ) সাধারণ জনগণ মহাসড়ক ক্লিয়ার করে দেয় এবং বাস, ট্রাক , পিকআপ , হাই এক্স , নোহা, লাইটেস, প্রাইভেট কার , পাজেরো , ফ্লাডু সহ বিভিন্ন গাড়ি ভৈরব থেকে শুরু হওয়া বিএনপি রোড মার্চের গাড়ি বহর নিয়ে দীর্ঘ যানজট মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন ব্রীজ গোলচক্কর এলাকায় পথ সভায় এসে পৌছেছে ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) শায়েস্তাগঞ্জ উপজেলায় ভৈরব থেকে সিলেট অভিমূখী মহাসড়ক দিয়ে বিএনপি রোড মার্চের পথ সভায় এসব কথা বলেন , বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ভৈরব থেকে সিলেটের অভিমূখী এই ১৫৯ কিলোমিটার রোড মার্চে শায়েস্তাগঞ্জ উপজেলা নতুন ব্রীজ গোলচক্কর এলাকায় পথসভায় প্রথম বারের মতো এ আয়োজন করে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি ।
এ আয়োজনে জেলার আজমিরীগঞ্জ , বানিয়াচং , নবীগঞ্জ , বাহুবল , লাখাই , চুনারুঘাট , মাধবপুর , হবিগঞ্জ সদর উপজেলা থেকে হাজারো উর্ধে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দিনব্যাপী উপস্থিত ছিল ।
পথসভায় খসরু বলেন , ভোট চুরির দিন শেষ । এই ভোট চোরদের চিহ্নিত করে এদের তালিকা করা হবে । কথা বললেই মিথ্যা মামলা – জেল ।
তিনি আরো বলেন , ডিজিটাল নিরাপত্তা আইন বদলে করেছে সাইবার সিকিউরিটি আইন । সেখানে কথা বললেই মিথ্যা মামলা , গুম হত্যা , জেল জরিমানা করা হচ্ছে । স্বাধীনতা খর্ব করা হচ্ছে । বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে মেরে ফেলার চিন্তা এবং তারেক রহমানের বাংলাদেশে অনেক মন্তব্য করে । যতক্ষণ এই সংসদ বিলুপ্ত না হবে ততক্ষণ রাস্তায় থাকবো।
খসরু আরো বলেন , এই অনির্বাচিত সংসদ বিলুপ্ত করতে হবে । নির্দলীয় – নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে । যতক্ষণ এ সংসদ বিলুপ্ত হবে না , তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না এবং ততক্ষণ বিএনপি রাস্তায় থাকবো । এই আন্দোলন চলতে থাকবে ।