হবিগঞ্জের খোয়াই নদীর পাড় থেকে বেআইনিভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন৷ গতকাল রবিবার হবিগঞ্জ জেলার রাঙ্গেরগাও সংলগ্ন খোয়াই নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ইজারাবিহীন বেআইনীভাবে বালু উত্তোলনের অপরাধে ” বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ (১) অনুসারে অভিযুক্ত মোঃ সেলিম মিয়া, মোঃ নুরুজ্জামান সাকী ও মোঃ জামাল খান খোকন এর প্রত্যেককে ৫০,০০০/- অর্থদন্ডসহ সর্বমোট ১,৫০,০০০/- অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এসময় ভবিষ্যতে এধরণের কাজ না করার মর্মে অভিযুক্ত তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। মোবাইল কোর্টে জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেন।