জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

খোয়াই নদীর বাঁধ পুনঃনির্মান কাজ পরিদর্শনে ইউএনও

লাখাইয়ে খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের ভাংগনে ক্ষতিগ্রস্ত অংশের পুনঃনির্মান কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড এর কাবিটা প্রকল্পের লাখাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন প্রকল্পের তদারকি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী ও প্রকল্প সংশ্লিষ্টরা।

খোয়াই নদীর বাঁধ পুনঃনির্মান কাজ পরিদর্শনে ইউএনও

তিনি বাঁধের পূর্নিবাড়ী, চাঁনপুর, হেলারকান্দি, যাদবপুর অংশের ক্ষতিগ্রস্ত স্থানগুলোর পুনঃ নির্মানের চলমান কাজ প্রত্যক্ষ করেন।

তিনি পরিদর্শনকালে কাজের গুনগতমান বাজায় রেখে যথানিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মানের জন্য ৬ টি অংশে ৬ টি পিআইসি গঠনপূর্বক পুনঃনির্মানের কাজ চলছে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।