৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

গলিত লাশ // রেজওয়ানা আহমেদ

গলিত লাশ
রেজওয়ানা আহমেদ
১৯,৫,২০২০

আজ অকারণে নিমজ্জিত প্রাণ চৌচির গোঁড়ালি
প্রবল উন্মাদনায় নেচে উঠেছে মানব বিকৃতি
চারিদিকে গন্ধ গলিত পঁচা লাশের –
দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ভালো মানুষের মন |
কি হবে ভেবে? শুধু নিয়তের খেলাঘরে চলছে অগ্নি দগ্ধ
জ্বলতে জ্বলতে মাটি দিয়ে মোড়ানো দেহ হয়েছে ইট পাথরের
নেই ভালোবাসা, নেই বিশ্বাস, নেই মাথার উপরে শান্তির ছায়া
রোদ বৃষ্টি – খরতাপে ঠেকাতে পারেনি একমুঠো ভালোবাসা |
তবে কি উতপ্ত অনলে পুড়ে দগ্ধ হয়েছে হৃদয়?
অসীম সাগরে হানা দিয়ে যায় হাঙরের দল
নিশ্চুপ ভালো মাছটিকে গিলে ফেলতে চায় বারংবার
কিন্তুু, নিয়তির করাল গ্রাস থেকে বেরিয়ে এসে জীবন ফিরে পায় |
টুকরো টুকরো ক্ষতবিক্ষত দেহখানি নিয়ে বাঁচার আকুতি
কিন্তুু গলিত লাশের গন্ধ থেকে অনেক দূরে যেতে চায় অগ্নিদগ্ধ পোড়া মন
যেথায় রয়েছে একমুঠো সুখ, বিশ্বাসি মন —
আর থাকবে মনের গভীরের ভালোবাসা –
থাকবেনা হিংস্রতা, পর বিশ্বাসি দুর্গন্ধ হৃদয় —-
মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দিবেনা নরম হৃদয় খানি |