দেশের বিভিন্ন স্থানে গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচংয়ে মিছিল ও মানববন্ধন করেছে বানিয়াচং যৌন নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় বড়বাজারে মিছিল শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের ছাত্র নুরুল হুদা আফজল, এনজিও কর্মী সৈয়দ সোহেল রানা, সিলেট এম. সি কলেজের ছাত্র সজিবুর রহমান সানি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজিব আহমেদ প্রমূখ।
বক্তারা কর্মসূচীতে ক্ষোভ প্রকাশ করে ধর্ষণের সর্বনিম্ন সাজা মৃত্যদন্ডের আইন দ্রুত প্রনয়নসহ বিশেষ টাস্কফোর্স গঠন করে ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন ও সাজা দ্রুত কার্যকরের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।