জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চা বাগানে সায়হাম গ্রুপের কম্বল বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম গ্রুপের উদ্দ্যোগে নোয়াপাড়া, জগদীশপুর ও বৈকন্ঠপুর চা বাগানে বিপুল সংখ্যক অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপি নোয়াপাড়া, জগদীশপুর ও বৈকন্ঠপুর চা বাগানে অসহায় চা শ্রমিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল দেওয়া হয়।

বিতরণ পূর্ব ৩ টি বাগানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নব নির্বাচিত চেয়ারম্যান ও সমাজ সেবক সৈয়দ মোঃ জাবেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।

স্বাগত বক্তব্য রাখেন নোয়াপাড়া চা বাগান মজনু শাহ্ (রহঃ) মাজার শরীফের খাদেম মাওলানা আব্দুল করিম কবিরাজ, নোয়াপাড়া ইউ-পি মেম্বার হারিজ উদ্দিন লালু, মেম্বার রুবেল মিয়া, মেম্বার মীরা কৈরী, মেম্বার বাবু চৌহান প্রমুখ।

প্রধান অতিথি জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামিম বলেন- “অসহায় চা শ্রমিকদের পাশে সারা জীবন থাকবে। এটা সায়হাম গ্রুপের দায়িত্ব। আজকের এ আয়োজন চমৎকার আগামীদিনে এ ধরনের আয়োজনে আমি ও সায়হাম গ্রুপ পরিবার আপনাদের পাশে থাকবে।”

তিনি আরো বলেন- “সায়হাম গ্রুপ চা শ্রমিক ও তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ৩ ফেব্রুয়ারী সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানে সায়হাম গ্রুপ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে।”