জুয়েল চৌধুরী, চুনারুঘাট
চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে পূর্ণিমা মুন্ডা (৬০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ওসি আশরাফ আহমেদ মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
নালুয়া চা বাগানের বড় বাবু সামসুদ্দোহা বলেন, নারুয়া চা বাগানের ১৬ নম্বর গুটিবাড়ী এলাকায় (রবিবার) বিকেলে পূর্ণিমা মুন্ডার বুকে আর মুখে ডানপাশে বন্য শুকর কামড় দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।