আজ মঙ্গলবার (২মার্চ) চুনারুঘাট উপজেলার ০২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোঃ কামাল মিয়া (২৭) নামে এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
চুনারুঘাটভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল জানান, এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।