জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম বাজারে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

আজ সোমবার ২৫ অক্টোবর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার হাওর লস্করিয়া মৌজার খাস খতিয়ানভুক্ত জায়গায় দীর্ঘদিন যাবত এলাকার কিছু প্রভাবশালী মহল সরকারী জমি দখল করে স্থাপনা তৈরী করে রেখেছিল। তাই সরকারী খাস জমি উদ্ধারের লক্ষে এখানে নির্মিত ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, সরকারী জমি উদ্ধারে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।