জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

প্রশাসন নিরব ভূমিকা পালন করায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাইকপাড়া আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে দীর্ঘ দিন ধরে।ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে । এ ব্যাপারে একটি মহল লিখিত অভিযোগ করে।

rsz inshot 20240925 210113567
অভিযোগ পত্র।

জানা যায় , উপজেলার আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা দীর্ঘ দিন ধরে সিলিকা বালু অবৈধ ভাবে উত্তোলনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) , সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন উপজেলা পাইকপাড়া ইউনিয়নে পাইকপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ মর্তুজ আলী ।

অভিযোগে উল্লেখ করেন, একই ইউনিয়নে পাইকপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ছমদ মিয়া , যুবলীগ নেতা তাউজ মিয়া , আব্দুল মালেক , খোরশেদ আলী , তামিম মিয়া , আব্দুর রহমান , ফারুক মিয়া , আক্তার মিয়া আওয়ামীলীগের ক্ষমতা দাপট দেখিয়ে দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন কারী পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবর মৌজায় সুতাং নদী থেকে প্রতিদিন দিবারাত্রি অবৈধ ভাবে ড্রেজার মিশিনের মাধ্যমে সিলিকা বালু উত্তোলন করে নেওয়া হচ্ছে ।

এদিকে নদীর উভয় পাশে ধানের ফসল জমি , বিভিন্ন তরিতরকারি জমি ও বসত বাড়ি ঘর ভেঙে পড়ছে । এ বিষয়ে প্রশাসনকে অবগত করলে-ও নিরব ভূমিকা পালন করে যাচ্ছে।

এ ব্যাপরে অভিযোগকারী মর্তুজ আলী জানান , ধুলিয়াবর মৌজায় সুতাং নদী থেকে সিলিকা বালু উত্তোলন বাঁধা প্রধান করলে-ও আওয়ামীলীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে এখন ও অব্যাহত রয়েছে।এলাকাবাসী স্বার্থে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত বালু খেকো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান , মর্তুজ আলী অভিযোগ পাওয়ার পর তদন্তে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধুলি বাবর মৌজায় সুতাং নদী থেকে সিলিকা বালু বোঝাই ট্রাক্টর আটক করেছি ।