চুনারুঘাটে রিমু তালুকদার নামে এক যুবতির রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চলছে তোলপাড়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পেটের ব্যাথার জন্য পানি পড়া ও তাবিজ নিতে ওই যুবতি উপজেলার আমুরোড বাজারস্থ হারুন মিয়া নামে এক কবিরাজের চেম্বারে যান।
পরে সেখানেই তার মৃত্যু হয়। রিমু উপজেলার মাগুরুন্ডা গ্রামের সেলিম তালুকদারের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুনারুঘাট থানা পুলিশ।এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, শুনেছি পেটের ব্যাথা নিয়ে ওই মেয়েটি চুনারুঘাট হাসপাতালে ভর্তি হয়।
পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে কোন এক ব্যাক্তির পরামর্শে আমরোড বাজারস্থ এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তায়ই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। কবিরাজ হারুন মিয়া জানান, উল্লেখিত সময়ে তিনি নামাজে ছিলেন। রোগীর মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।