চুনারুঘাট সীমান্তে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে চুনারুঘাট উপজেলার গুইবিল, চিমটিবিল ও সাতছড়ি বিজিবি ক্যাম্পের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী।
বিজিবির ত্রান সামগ্রীর মধ্য রয়েছে চাল,ডাল তেল,আটা,ছোলা ও লবন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবি’র সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন, সুবেদার মেজর (এসএম) হাবিবুর রহমান,চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের,গুইবিল ও সাতছড়ি ক্যাম্প কমান্ডার, স্থানীয় ইউপি সদস্য নটবর রৌদ্রপাল ও সাংবাদিক জুবায়ের আলম প্রমুখ।