জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে ছাত্র আন্দোলনে হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার 

কাজী মাহমুদুল হক সুজন: বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য( ইউপি মেম্বার) মোঃ সালেক মিয়া( ৪৫) কে গ্রেফতার করা হয়েছে। 

 

শনিবার ( ০২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার চন্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

মোঃ সালেক মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

 

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নামসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গ্রেপতারকৃত সালেক মিয়া এ মামলার এজাহার ভুক্ত আসামী।

 

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় জানান, উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হলো।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রবিবার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।