জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জসিম উদ্দিন: হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই জসিম মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মোঃ রুয়েল মিয়া (২৪) উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের মৃত আবু মিয়া পুত্র।

জানা গেছে, (১৫ এপ্রিল) মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বড় ভাই রুয়েল মিয়া বাড়িতে গাছ কাটা ও টিউবওয়েলের বেড়া নির্মাণের কাজ করা অবস্থায় ছোট ভাই জসিম মিয়া ক্ষিপ্ত হয়ে  বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে একপর্যায়ে গাছের ঢাল দিয়ে রুয়েলকে ঘাড়ের পিছনে আঘাত করে জসিম।

 

তাৎক্ষণিক  রুয়েলকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে রাত ১০টার দিকে রুয়েলের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  দুপুরে চুনারুঘাট থানার (ওসি) মোঃ নূর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ছোট ভাই জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।