শনিবার (১২ ফেব্রুয়ারী) চুনারুঘাট উত্তর বাজারে অবস্থিত হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক তানজিল হাসান এবং পৌর সাধারন সম্পাদক ফুয়াদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন ছাহেবজাদায়ে আমুরোডী (রহঃ) মাওলানা আব্দুল হালিম হারুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সহ স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ মাজহার উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন ‘ তালামীযে ইসলামিয়া’র কর্মিদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমেই সঠিক আক্বীদা বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘তালামীযে ইসলামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা বাস্তবায়নে আউলিয়া কেরামগণের দেখানো পথ অনুসরণ করে চলে। আমরা রাসূল (সাঃ) এবং সাহাবীগণকে দেখিনি কিন্তু ওনাদের আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। যে আদর্শ আমরা দেখতে পাই ওলিগণের মধ্যে৷ শামছুল উলামা আল্লামা সাহেব ক্বিবলা ফুলতুলী (রহঃ) ছিলেন রাসূল (সাঃ)’র রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবন্ত উদাহরণ। ওনার রেখে যাওয়া তালামীযে ইসলামিয়ার প্রতিটি সদস্যদেরও একই আদর্শে নিজেদের সুসজ্জিত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে অত্র সংগঠনের ছেলেদের আদর্শ মুসলিমের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ ইমরান আল ইমন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি ও হবিগঞ্জ কেদ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম জালালী, উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ মাস্টার, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ইমরান মিয়া তালুকদার, জেলা তালামীযের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ সহ প্রমুখ।