হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপসহ পঁচিশ কেজি গাঁজা আটক করেছে থানা পুলিশ।
আজ ২৩ই আগষ্ট, রোববার ভোরে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুসলিম উদ্দিন, এএসআই আওলাদ মিয়া সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পিকআপসহ ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে গাঁজা আটক করার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। পুলিশের চেকপোস্ট দেখে থানার সংলগ্ন রামশ্রী রাস্তার সামানে থেকে ডিআই পিকআপ গাড়ী ফেলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় গাড়ী তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেন থানা পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে আমরা গোপন সংবাদ পেয়ে পিকআপসহ ২৫ কেজি গাঁজা আটক করেছি।