হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২ লক্ষ ৮০ হাজার টাকা মুল্যের ৮০ কেজি গাঁজাসহ পিছু ঝড়া (২৫) ও বিশাল (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার সাতছড়ি বিওপির সীমান্ত মেইন পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যান্তর থেকে তাকে আটক করা হয়। আটক পিছু ঝড়া উপজেলার সাতছড়ি পূর্বটিলার সুরেশ ঝড়ার পুত্র ও বিশাল সাতছড়ি বাংলোটিলার ঠাকুর বড়াইয়ের পুত্র।
হবিগঞ্জ ব্যাটালিয়ানের (৫৫ বিজিবি) পরিচালক ও অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী, বিষয়টি নিশ্চিত করে জানান- বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত গাঁজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান- এসময় বিজিরি উপস্থিতি টের পেয়ে আরো ৫ আসামী পালিয়ে যায়। পলাতকরা হলো- কৃষান গোয়ালা (২২), নিতাই (২০), মিজান ভৌমিক (২০), সুরুজ বড়াই (১৭), খোকন গোয়ালা (৩৫)। আটককৃত আসামীদেরকে চুনারুঘাট থানায় হন্তান্তর করা হয়েছে।