হবিগঞ্জের চুনারুঘাটের আমুরোড এলাকায় সাংবাদিক রাজুর নেতৃত্বে ৬ লিটার বাংলা মদসহ নুরুল হককে (৪০) আটক ভ্রাম্যমান আদালতে হাজির করলে ছয় মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে উপজেলার নালুয়া চা বাগানের রনজিৎ রৌদ্রপালের মদের বার থেকে ৬ লিটার মদ নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল নুরুল হক । এসময় সাংবাদিক রাজু খবর পেয়ে আমুরোড পাল বাড়ির সামনে জনতা নিয়ে আটক করে পুলিশে সোর্পদ করেন। নুরুল হক উপজেলার রাণীকোর্ট গ্রামের মৃত আশ্বব উল্লাহর পুত্র।
পরে মাদক ব্যবসায়ী নুরুল হককে এ রায় দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।