র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প এর একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেফতার করেছে৷
২ অক্টোবর রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়৷
এসময় চুনারুঘাট বাজার এলাকা হইতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী চন্দনা এলাকার লাল মিয়ার পুত্র জাহির মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত আসামী’কে চুনারুঘাট থানার মামলা নং ৩৬, তারিখ ১৬/০৯/২০২১, ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) মূলে থানায় হস্তান্তর করা হবে জানিয়েছেন র্যাবের অধিনায়ক লেঃ কমান্ডার নাহিদ হাসান৷