হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার ২২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে একদল র্যাব সদস্য বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লাগামী পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রউফ উল্লা (২১) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট গ্রামের মৃত সিরা উল্লার ছেলে।
পরে র্যাব সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত মাদকসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।