জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে লাল চান্দ ও দেওন্দি চা বাগান থেকে বিলীন হচ্ছে ছায়াবৃক্ষ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা লাল চান্দ ও দেওন্দি চা বাগান থেকে বিলীন হচ্ছে ছায়াবৃক্ষ । তার পর ও গাছ চুরি ঠেকানো যাচ্ছে না । চা বাগানের টিলা ভূমিতে মূল্যবান গাছ গাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদের কবল থেকে চা – গাছকে রক্ষা করে। এ জন্য চায়ের টিলা গুলো বৃক্ষ রাজিতে ভরপুর থাকে ।

অন্য দিকে বিশাল চায়ের টিলায় গাছ গুলো মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে দীর্ঘ সময় ধরেই একটি মহল চা বাগানের সেকশন থেকে রাতের আঁধারে গাছ কেটে পাচার করছে। ছায়াবৃক্ষ উজাড় হওয়ায় চায়ের উৎপাদন প্রভাব পড়ছে।

অনুসন্ধানে জানা যায় , চা বাগানে কড়ই, আকা শিয়া সহ বিভিন্ন প্রজাতির গাছ গাছালিতে টিলা ভূমি পরিপূর্ণ। এই গাছ গুলো চা-গাছের ছায়ায় জোগান দেয়। তবে একটি সিন্ডিকেট চক্র প্রতিনিয়ত চা বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। চা বাগানের পার্শ্ববর্তী হাটবাজারে অসংখ্য ‘স’ মিলে নিয়ে এই গাছ গুলো চিড়ানো হয়। লাল চান্দ ও দেওন্দি চা বাগানের বিভিন্ন সেকশন থেকে ছায়াবৃক্ষ চুরির ও বহু অভিযোগ রয়েছে ।

মূল্যবান গাছ গুলো চুরি হওয়ায় চায়ের জন্য ক্ষতির কারণ বলে চা বাগানের চা শ্রমিকদের দাবি। প্রতিনিয়ত রাতের আঁধারে গাছ চুরি অভিযোগ পাওয়া যাচ্ছে । দেওন্দি চা বাগানের কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে ও এই গাছ চুরি বন্ধ হচ্ছে না ।

চা- শ্রমিকদের অভিযোগে জানা যায় , কতিপয় এলাকার কিছু প্রভাব শালী রাজনৈতিক দলের ও জনপ্রতিনিধিদের আঁতাত করে গাছ চোর চক্র অস্ত্র -শস্ত্র নিয়ে রাতের আঁধারে হরদম গাছ চুরি করে নিয়ে যায় । লাল চান্দ চা বাগানের কতিপয় ব্যবস্থাপক ও পাহারাদাররা এসব ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে নাম প্রকাশ্যে অনু ইচ্ছুক চা শ্রমিকদের ধারণা । ব্যবস্থাপক বাংলোয় ছায়াবৃক্ষদের আসা যাওয়ার সম্পৃক্ততা আছে । বাগানের মূল্যবান ও পুরাতন ছায়াবৃক্ষ হিসেবে আকাইশি , ও রেইনট্রি গাছ রয়েছে। এই গাছ গুলো কেটে খন্ড খন্ড করে ‘স’ মিলসহ বিভিন্ন স্থানে পাচার করা হয় ।

লাল চান্দ চা বাগানের সর্দার নেতা রানা ভৌমিক জানান , বাগান থেকে গাছ-গাছালি ও কাঁচা চা-পাতা চুরি হচ্ছে । গাছ চুরি হয়ে যাওয়ায় টিলা গুলো বৃক্ষ শূন্য হয়ে পড়ছে। ফলে বাগানের ও শ্রমিকদের বড় ধরনের ক্ষতি হবে। চা-শ্রমিকরা বলেন , বাগানের চার পাশে যে সব বস্তি রয়েছে , সে-সব বস্তির গাছ-চোরেরা মাঝে মধ্যে চুরি করে। তবে গাছ চুরি বিষয়ে দেওন্দি চা বাগান কর্তৃপক্ষ থানা পুলিশকে অবগত করা হচ্ছে । তারপর ও গাছ চুরি ঠেকানো যাচ্ছে না ।