চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চলমান ধর্ষন, সহিংসতা ও নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশ এর উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ ঘটিকায় মধ্যবাজারে সৃজনশীল মেধাবিকাশের সভাপতি সাইফুর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংবাদিক সুলতান খান, ওয়াহেদ আলী, নাসির উদ্দিন, মেধাবিকাশের তোফাজ্জল হোসেন, আব্দুল মতিন চৌধুরী, ব্যবসায়ী তোতা মিয়া প্রমুখ।
বক্তারা অনবিলম্বে নুসরাত হত্যাসহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচার আদালতে বিচার এবং ধর্ষনের বিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।