জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে স্ত্রী ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ

চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে তানজিলা ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুরোড গ্রামে অভিযান চালিয়ে তানজিলা আক্তার (২৫) ও তার পুত্র রেহান উদ্দিন ও জোনাকিকে উদ্ধার করে।

এ সময় ঘাতক স্বামী কাজল মিয়া ও তার পিতা সুন্দর আলী পালিয়ে যায়।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিশাইল গ্রামের ইউনুস মেম্বারের কন্যা তানজিলাকে বিয়ে করে সুন্দর আলীর পুত্র কাজল মিয়া। গত শনিবার দুপুরে কাজল মিয়া তার পিতা সুন্দর আলী তানজিলা ও তার দুই সন্তানকে মারধোর করে ঘরে আটকে রাখে। বিষয়টি তানজিলা তার পিতা ইউনুছ মেম্বারকে জানায়। তিনি চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের উদ্ধার করে।