মীর দুলালঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস মরণ নেশা ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসানসহ একদল পুলিশ উপজেলার নতুনব্রীজ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন (৪১) কে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ভারপ্রাপ্ত ওসি) ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর আসে একদল মাদক ব্যবসায়ী নতুন ব্রিজ এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মুল্য হবে ৬ লক্ষ টাকা। গ্রেফতার নুরুল আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।