করোনা পরিস্থিতি মোকাবেলায় চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে ইকরতলী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষ থেকে মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান৷
এসময় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।