মোনাজাতের মাধ্যমে ১৬ই ডিসেম্বর পালন করেছে চুনারুঘাট জামায়াতে ইসলামী হবিগঞ্জ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করে। ১৬ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলীর উপস্থাপনায় উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান ৫নং শানখলা ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আ. স. ম কামরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এস এম খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি হাঃ ফুয়াদ হাসান, কর্মপরিষদ সদস্য এম এ খালেক, ইমদাদুল হক চৌধুরীর, ১০ নং মিরাশি ইউনিয়ন সভাপতি আব্দুল মনাফ মুহরী, শফিকুল ইসলাম, মিরাশি ইউনিয়ন সেক্রেটারি নাজমুল হাসান জাবেদ, মাসুদ আহমদ, আবুল কাশেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে যে উদ্দেশ্য স্বাধীনতা অর্জন করেছিল আজ ৫৪ বছরেও এর উদ্দেশ্য হাসিল হয়নি। বাংলাদেশের জামায়াতে ইসলামী বাংলার জনগণকে সাথে নিয়ে পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ গড়ে তোলবে বলে বক্তব্য সমাপ্তি করেন।