র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল (২৯ মার্চ ২০২২ ইং) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন হাতুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডিমাগুরুন্ডা এলাকার বাসিন্দা মো: আব্দুল্লাহ’র ছেলে মোঃ জসিম মিয়া (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে জব্দকৃত আলামত সহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করে।